01942-119900 support@acceptcs.com
♦ঈদ পরবর্তীতে বাসায় ফেরার পর করণীয়♦

♦ঈদ পরবর্তীতে বাসায় ফেরার পর করণীয়♦

Last Updated on

 

ঈদের ছুটিতে অনেকেই নিজ বাড়িতে চলে গেছেন। ছুটি শেষে সবাই বাসায় 🏠 ফিরবেন। নগর জীবনে বিভিন্ন অসতর্কতার 🔕জন্য আমরা বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হই। আমরা অনেকেই কিভাবে সতর্ক থাকতে হয় সেটা যেমন জানিনা, তেমনি অনেকে জানলেও সঠিক নিয়ম পালন করি না। কিন্তু আমরা একটু সচেতন হলে এই সব দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। ঈদ পরবর্তীতে বাসায় পৌছানোর পর প্রথমে ঘরের প্রধান দরজা 🔐খুলে যে কোন একজন ভিতরে প্রবেশ করে সবগুলো রুমের দরজা জানালা খুলে দিবেন। কারণ দীর্ঘদিন ঘরের ভিতর বাতাস প্রবাহ না থাকায় ক্ষতিকর অ্যামোনিয়া (নাইট্রোজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ যার রাসায়নিক সংকেত NH3) গ্যাস হয়ে থাকে যা মানব দেহের শ্বাসতন্ত্র বিশেষ করে ফুসফুসের জন্য ক্ষতিকর এবং এরা আগুনের🔥🚬 সন্ধান পেলে জ্বলতে শুরু করে যা সমস্ত ঘরে ছড়িয়ে পরে বড় দুর্ঘটনা হতে পারে। তাই প্রধান দরজা খুলে দেওয়ার পর অন্যান্য সকল দরজা-জানালা খুলে দিবেন। তারপর প্রত্যেকটা বৈদ্যুতিক পাখা চালু করবেন। বিশেষ করে রান্না ঘরের দরজা জানলা খুলে দিবে হবে। এডজাস্ট ফ্যান থাকলে তা চালু করবেন যাতে করে ভিতরের বাতাস বাহির হতে পারে।বয়স্ক ও শিশুদের শোবার ঘরে 🛏বিশ্রাম না নিয়ে বারান্দায় কিছু সময় বসতে বলবেন। অ্যামোনিয়া গ্যাস বর্ণহীন এবং বাতাসের চেয়ে হালকা যে কারণে ঘরে এই গ্যাসের অস্তিত্ব থাকলেও আপনি বুঝতে পারবেন না। বাতাসের স্বাভাবিক প্রবাহ সৃষ্টি হলে তা ঘর থেকে বাহির হয়ে যাবে। এছাড়া ভুলবশত যদি গ্যাসের চুলা থেকে কোনভাবে গ্যাস বাহিরে প্রবেশ করে সমস্ত ঘরে বিরাজ করে তবে আগুনের 🚬🔥স্পর্শ পেলেই বড় ধরনের অগ্নি দুর্ঘটনা হতে পারে। তাই ঘরে বাতাসের প্রবাহ স্বাভাবিক হওয়ার পর কমপক্ষে ৩০ মিনিট 🕢পর গ্যাসের চুলা চালু করবেন। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন করতে সহযোগিতা করুন।

Total Page Visits: 4367
Share On
« Previous Post

ফ্ল্যাট কেনার পূর্বে যেসব বিষয় জানতে হবে